২৫০.
জানি তোমার দৃষ্টি সজাগ আপনা স্বার্থে অনন্য  
স্বার্থসিদ্ধির পায়তারাতে হতেও পারো জঘন্য,
জেনেও তোমায় দিচ্ছি ছেড়ে ভাবছো আমি খুব বোকা
ভাবছি বসে মানুষ থেকে ক্যামনে তুমি হও বন্য।