২৪৯
মনের খিড়কি খোল'রে সাকি দাঁড় করিয়ে রাখিসনে আর
কোন্ অভিমান পাহাড় সমান তাই করেছিস এই রুদ্ধদ্বার
সুরা'র প্রেমে বিভোর হয়ে কোথায় কখন কী করছি ভুল
ফাগুন বনে তাই বলে কী ফোটবে না ফুল এই অভাগার।