২৪৮.
জমিন পরে যতোই তুমি দেখাও পাষাণ উচ্চ শির
মরণটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে কেউ আছো বীর?
বুঝবে তুমি আসবে যেদিন সম্মুখ পানে আজরাইল
অহম তোমার চুর্ণ করেই রোধ হবে পথ ধরণীর।