২৪৭.
মাঝ খোয়াবের স্বপ্ন ঘেরা দেখি এ কোন্ রূপ ঝলক
বর্ণনা তার দিই কি করে দেখছি যে তায় এক পলক,
ক্ষণিক দেখার আমেজেতে মন যে বাঁধা তার ডোরে
আবার যদি পাই দ্যাখা তার তাই চেয়ে রই অপলক।