২৪৬.
নই কখনো অতবড় তোমরা সবাই যতোটা
না বুঝে ঢের যাই বাড়িয়ে আপনা হৃদের ক্ষতটা
বোধের খেয়াল ফিরেনা'কো সুরা'তে তাই রই পড়ে
একটুখানি পাই যদি তা চাই না'তো আর অতো'টা।