২৪৫.
টাকা কড়ি নাই'কো আমার ছাপাখানায় ক্যামনে যাই
সংসার জোয়াল ভারী বিশাল টাকা খোয়াই সাধ্য নাই,
কাব্য কথার ফুল ফুটাবো নাই'কো এমন জ্ঞান কোনো
দর্শন ছাড়াই লিখছি কতোই জ্ঞানালোকের নাই বালাই।

🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿

উৎসর্গ:-

আসরের সুযোগ্য কবি  
" শরীফ এমদাদ হোসেন" সাহেবের
<উড়াই কেবল ছাই>পাঠে করে তার মন্তব্য কলামে এই রুবাইটা লিখেছিলাম তাই এই রুবাই'টা প্রিয় সম্মানিত কবির উদ্দেশ্যে উৎসর্গ করছি।