২৪৪.
পলক-হারা ঐ নয়ানে যায় হারিয়ে উদাস প্রাণ
তার নয়নের আগুন জ্বলায় ঝলসে গেলো মোর নয়ান,
চক্ষে আমার তার সে ঝলক রয়'গো লেগে সারাক্ষণ
ঐ চোখের-ই একটু জ্যোতি করবে কি'গো আমায় দান?