২৪৩.
চম্পক বেলী জুঁই মালতি অভিমানে ফোঁসছে আজ
আসলো না হায় মন ভ্রমরা কোথায় কি তার এত কাজ
নিস্ফলা দিন কাটলো এবার সেই দুখে ভার সব বিকেল
মান হয়েছে আজ ফাগুনে খুললো যে তাই সকল সাজ।