২৪২.
তরুণ অরুণ উঠলো রেঙে এই ফাগুনের রঙ মেখে
পুষ্পরা সব ফুটলো আজি মান অভিমান সব রেখে,
ওলো সখী চাই কী আজি সব শোভাতে সাজছে বন
দোয়েল ফিঙ্গে ওঠে নেচে আম মুকুলের দোল দেখে।