২৪১.
প্রভু আমায় সওম নসিব দিয়ো সাচ্চা ঈমানে
মার্জনাতে রেখো তোমার তাকিয়ো এ মুখ পানে,
সাধন ভজন জানিনে তাই বেখেয়ালে করছি ভুল
আঁধার তলে হারাই যদি হুঁশ দিয়ো'গো মোর জ্ঞানে।