২৪০.
যার দহনে জ্বলছে এ মন কোথায় তারে যায় পাওয়া
পোড়া মনের ভীষণ জ্বলন বাড়ায় দ্বিগুণ পুব হাওয়া,
তার বিষাদে ঘর হারা তাই পাইনা খুঁজে কোনো কূল
প্রিয়ো হারা'র উদাস পরান যায় না দহন আর সওয়া।