২৩৮.
অন্ধ জীবন করছো যে পার দেখেও বলছো দ্যাখছি না
নীপিড়ীতের শুনেও চিৎকার বলছো' ও ভাই শুনছি না,
প্রাণ ভয়ে আজ সেজে বধির নিজ মুখেতে নাও কুলুপ
আসলে বিপদ বুঝবে তোমার বলবে ওরাও দ্যাখছি না।