২৩৬.
ভয় নেই বন্ধু যতোই আসুক ঘনঘোর এই রাতি
হতাশ নয়'কো বিপদ শঙ্কায় শক্ত রাখো ছাতি,
দুর্দিনেরও আছে রীতি রয় না কভু এক ঘর
আঁধার কেটে নিশ্চিত জেনো উঠবেই নিশাভাতি।

☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿

উৎসর্গঃ-
প্রিয় কবি বন্ধু
মোঃ আব্দুল লতিফ রিপন এর করকমলে।