২৩৫.
আনন্দ যদি হয়'গো কারোর বেদনার উপঢৌকন
বুঝবে কী আর পাষাণ মনন সেই বিরহীর দহন,
তোর সে আঘাত তুচ্ছ জ্ঞানেই করছে হাসির আড়াল
খেয়ালের বশে বুঝলি না কার করলি হৃদয় খনন।

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲


উৎসর্গ :-
প্রকৃতির কবি-
মোঃ সিরাজুল হক ভূঞা সাহেবের করকমলে।