২৩৪.
ফাগুন রঙা আগুন জ্বলা এই না দুপুর বেলা
জনম তিয়াস বক্ষে আমার করো না'কো হেলা,
আসছি ওগো তোমার দুয়ার শিমুল রঙা লালে
মান ভুলে সই হাতটা ধর খেলবো প্রেমের খেলা।