২৩৩.
ও সাকি আজ ঢাল্ পেয়ালা তোর সুরাতেই রই বিভোর
নেশার তোড়ে বাঁধ হারা আজ মানছিনা'তো রাত্রিভোর,
লোকের কথায় যায় কি আসে সাকির তরেই রেজাউল
লাজের মাথা সেথায় বাঁধা সেই যে আমার আখের নূর।