২৩২.
কানন জুড়ে ফোটলো যে ফুল তাই কী খুশি তোর আনন
উপচে পড়া খুশির বানে চাই না আসুক ঘোর স্খলন,
দ্যাখলে খুশী তোর মুখটি সই নিজেও যে রই অধিক খুশ
ভর ফাগুনের রঙিন শোভায় উঠুক রেঙে তোর ভুবন।