২৩১.
মনের বনে লাগল আগুন এই ফাগুনের ভোর বেলায়
ওলো সখী আয়'লো ত্বরা মন ভিজাই ফাগুন হাওয়ায়,
প্রথম সুরুজ গায়ে মেখে ছুটবো আজ দূর গাঁয়ের পথ
কিনে দিবো রেশমির চুরি চল'রে সখী যাই মেলায়।