২২৮.
প্রেম জেগেছে মন ফাগুনে আজকে হলো মাঘের শেষ
ফাগুন হাওয়া লাগলো গায়ে দুখের যেনো নাই'ক রেশ,
সেই খুশিতেই প্রেমিক পরান ছুটছে উদাস প্রিয়ার ঘর
মন ছুঁয়ে যায় দেখেই তাহার নদীর মতোন এলো কেশ।

২২৯.
ঝড় উঠেছে হৃদয় কোণে ফাগুন হাওয়ার পূর্বাভাসে
খুশির মাতম মন যমুনায় নতুন দিনের-ই উচ্ছাসে,
চাই ভুলিতে অতীত ব্যথার কষ্টটুকুন যাক দূরে যাক
ফাগুন আবির মাখবো সবে দিন গুনি গো তারি আশে।

২৩০.
জাগবো সাকি তোর সাথে আজ হোকনা যতো দীর্ঘ রাত
এক আঁজলা জল দিস্ ছিটিয়ে ঘুম এলে মোর নয়নপাত
রাখ্ সরিয়ে সুরা'র সরা চাই না যে আজ হই বিভোর
সবার আগেই আমি তোকেই চাই জানাতে সুপ্রভাত।