২২৬.
গাফফার নামের অছিলাতে মাফ করো'গো দয়াময়
ভুলের পানে না দেখে তাই হও গো সদয় মায়াময়,
তোমার দুটি চরণ বিনে নাই গো পরম কিছু আর
বাঁচি মরি প্রভু তোমার চাই গো কৃপা সবসময়।