২২৫.
ভুলের উর্ধ্বে নই'কো আমি করছি যে পাপ বেশুমার
অন্তর মাঝে করছি লালন কলুষ যতো দুনিয়ার,
সম্মুখ তোমার ক্যামনে দাঁড়াই নেই তো সাহস একরতি
ক্ষমা চাওয়ার নাই কোন মুখ তবু তোমার চাই দিদার।