২২৪.
আজ লহরি থামলো কেনো ব্রহ্মপুত্রের বুকে
উথাল-পাতাল বন্ধ আজি জানিনা কোন্ শোকে,
কোন অভিমান রয় বুকেতে কার সাথে তার আঁড়ি
কার বিরহে কোন সে ব্যথায় মরছে ধুঁকে ধুঁকে।