২২৩.
দুর্দিনের এই অমাবস্যা কাটবে আসলে সোনার দিন
সম্মুখে তার দাঁড়াবে কোন্ কেউ কি আছে অর্বাচীন,      
নবীন আলোয় ভরবে ভুবন কাটবে আঁধার জগতের
কলুষ সকল দূর করে সব ধরায় আসবে' রে সুদিন।