২২২.
রিক্ত প্রাণের নেই চাওয়া আর নাই বা হলাম রাজা
তোমরা সবে মহা সুখে পরের গুড়ে খাও গো খাজা,
আমি অধম সুরার প্রেমে রই পড়ে রই সাকির ঘরে
সেই সুধাতেেই এই অধমের রয় যে সদা রুহু তাজা।