২২১.
স্বার্থের মোহে অন্ধ হয়ে পড়ছি প্রেমে আলেয়ার
নেকীর খাতায় শূন্য বিরাট পাপিষ্ঠ এই জমানার,
জানি তুমি দয়ার সাগর তওবা করার চাই সময়
নসীব দিও শেষ জবানে তৌহিদ বাণী কলেমার।