২২০.
দেখতে ভালো তাই ভেবেছি মনটা খুবই চমৎকার
সাধু সেজে মুখোশ পড়ে করলি পুড়ে সব ছারখার,
জেনে রাখিস ও নরাধম সামনে আছে কঠিন দিন
প্রভুর রোষে পড়বি যেদিন কোরবে সবে তিরস্কার।