১১৯.
ইল্লিনে কি সিজ্জিনে ভাই জায়গা হবে কোথায় যে কার
বদ নসিবী বলবো কারে জাহান্নাম যে কার হয় আধার,
নাই'গো প্রভু আমল তেমন কীরূপে পার হই পুলসিরাত  
রহমান নামের অছিলাতে নিয়ো পারে ওগো গাফফার।