২১৮.
খেতে খেতে মার হয়েছি পাথর ছুঁড়বো এবার ঢিল
প্রতিঘাতে মন না হলে প্রবল খেতে হবে লাথি কিল,
সামাল সামাল ও জুলুমবাজ রাখ্ না আপনা মান
আজো যদি হুঁশ নাই ফিরে তোর মারব পাছায় সিল।