২১৬.
স্বপন মাঝে কিসের ঝলক পড়লো যে মোর নয়নে
সেই তাজাল্লীর রূপ রেখাটি আসছে না'কো স্মরণে,
আবার যদি দেয়'রে দ্যাখা হয় যদি'গো বাঞ্ছা তাঁর
ধন্য হতো জীবনটাই মোর পড়তাম যে তাঁর চরণে।