২১৫.
হতেই পারি তোর বিচারে খুব নগন্য এই আমি
তাই বলে কি অন্য করোর কাছে হই না'ক দামী,
যেই আমারে ক্ষমায় রাখে অন্তরে যাঁর রই নিতি
তাঁর প্রেমেতে রই অবিচল আসুক যতই সুনামি।