২১৪.
আপনা কর্মের সাজা তুমি নিশ্চিত পাবে জেনো ভাই
পর'কে সদা করতে দোষী আপন কীর্তন গাও সাফাই,
বুঝতে ওগো পাও কি তুমি কার দিলে ভাই দাও আঘাত
তোমার চোখে অধম হলেও প্রভুর হয়তো প্রিয় তায়।