২১৩.
নিজেই মন্দ তাই কাহাকেও উত্তম ভাবতে পারো না
আপন দোষ তাই অন্যের কাঁধে চাপতে কতোই ছলনা,
সত্যিকারের নই'কো দোষী অন্তর্যামী জানেন তাই
নষ্ট লোকের ভ্রষ্ট কাজ ভাই সেই'টা আমার কর্ম না।