২১২.
পাষাণ প্রাণে দেশের যারা যাও বাজিয়ে বারোটা
এমনি সময় আসবে জেনো পাবে শুধু মুলোটা,
পরো সম্পদ লুট করে আজ যতোই সাজ ঢের বড়
পাপের সে ধন ছুটবে যখন পাবেনা খোঁজ ফুটোটা।