২১১.
দেহের ভেতর বয় তরঙ্গ সুর তুলে গায় নামটি তাঁর
দমে দমে প্রতিক্ষণে বয় যে শিরা'য় সুরের ধার,
অধমের ডাক করো কবুল হও প্রসন্ন নিজ গুণে
তোমার নামের তসবি গাঁথি পড়ছি গলে প্রেমোহার।