২১০.
ঘুমঘোরে পাই খোয়াবে হৃদয় হরা মুখটি কার
ওই মায়বির রূপ ঝলকে খুললো মনের বন্ধ দ্বার,
উছল প্রাণে খুশির জোয়ার যায় বয়ে যায় সর্বক্ষণ
চেতন বেলায় পাইলে তাঁরে নেই প্রয়োজন কিছু আর।