২০৯.
তারা ভরা রাতের খেলা সাগর জলের নীল ঢেউয়ে
ভাসবি যদি প্রেমো স্রোতে আয়'লো সখী মোর নাও'য়ে
মিটাবে আজ তিয়াস মনের হোকনা কারোর বক্র চোখ
মনের মিলন ঘটলে পরে করবে কি আর সেই ফেউ'য়ে।