২০৭.
এক সরা জল দ্যাখেই ভাবো সমুদ্রে আর কত জল
এমনি ধারার জ্ঞানী হয়ে বুঝবে কী'গো তার অতল?
কূয়োর ব্যাঙ কি জানে কভু অই অর্ণবের পরিমাপ
অহংকারী নির্বোধ যারাই সকল কাজেই অসফল।