২০৬.
রবির মতোন জ্বলছে ওগো এই আসরে কতো কবি
নিপুণ হাতের আলতো ছোঁয়ায় যাচ্ছে এঁকে নিত্য ছবি,
আমি অধম অকবি তাই চলতে সাথে হোঁচট যে খাই
কালের কবি শোন'রে রথী আমাকে কী সঙ্গে ল'বি?