২০৫.
মরছে বৃক্ষ জল বিনে তায় জল ঢালিবার নাই'রে কেউ
লুটেরার দল খোশ-মেজাজেই সাগর তটে গুনছে ঢেউ, খুব আয়েশি জীবন ওদের বাটপারিটাই জিন্দাবাদ
যেই শ্রাবণের রয় আশাতে জল শূন্যতা রইলো সেও।