২০৪.
ছোঁয় না ও মদ হারাম বলে চলে সদাই সরল পথ
রাত গহীনে পাই দ্যাখা তার বেশ্যা বাড়ির গোপন পথ,
চুপিসারেই আসা যাওয়া দিনের আলোয় খুব সাধু
বিধান দাতা ওরাই যে সব যায় না দেওয়া অভিমত।