২০৩.
প্রভুর যিকির যার দিলেতে রয় গো সদাই জাগরণ
সর্বাবস্থায় নিরোগ সে দিল ঐ আশেকের নাই মরণ,
জিন্দা রুহু ভাগ্যবানের যেই মজেছে প্রেমে তাঁর
নিদ্রায় বিভোর হলেও যিকির তার দিলেতে হয় স্মরণ।