২০১.
নবীর ইশক্ যার পরাণে নাই'রে তাহার আখের ভয়
সর্বাবস্থায় সেই আশেক গন নবীকে মাথায় লয়,
আল্লাহ বলেন প্রশ্ন বিনে রসুল কে তাই যাও মেনে
যার বিবেকে রয়'গো দ্বিধা আসলে সেই মুমিন নয়।
২০২.
মন মুকুরে আবছা ভাসে বুঝতে না'রি মুখটি কার
উড়ু-উড়ু মন যে আমার যাই গভীরে কোন্ প্রকার,
তাঁর তিয়াসে পুড়ছে অন্তর ব্যকুল প্রাণে ছটফটাই
কে'গো আছো দাওনা বলে এমনি রোগের প্রতিকার।