১৯১.
ছাত্র আমি এই আসরের নিচ্ছি জ্ঞানের পাঠ
সত্য কথা বোলতে আমি দেখাই না'কো ঠাঁট,
প্রভুর কৃপায় নিত্যদিনই শিখছি কিছু তাই
মিথ্যে জ্ঞানের মুখোশ পড়ে দেখাই না'ক নাট।

১৯২.
এসো সবে মিলেমিশে দেশটাকে আজ গড়ি
ছোট বড় সবাই মিলে সৎকর্ম যাই করি,
বাংলা মায়ের কাদা জলে উঠছি সবাই বেড়ে
দেশের ভালো করতে এসো দেশকে আঁকড়ে ধরি।

১৯৩.
ওরা জানে? ক্ষুদ্র আঘাতে পর্বত হয় না ক্ষত
বৃথাই শক্তি প্রয়োগ তারে কেনো যে অবিরত?
না পুড়িলে লোহা হয় না তো শাণিত তলোয়ার
অর্বাচীনের আঘাতেও তাই ফল্গুধারা বয় শত।