১৮৩.
কোন অভিমান ছিলো জমা তাই করেছো রুদ্ধদ্বার
ঐ কপাটে দেয়'রে শাবল এমন সাধ্যি আছে কার,
কতো প্রেমিক ঠুকলো মাথা ভাঙতে তোমার অভিমান
অবশেষে নিজ খেয়ালেই খুললে পাষাণ মনের দ্বার।

১৮৪.
পাষাণ ভাঙি নেই'তো আমার বুকে তেমন বল
ভালোবাসা নিখাদ জানি এটাই মনোবল,
সঠিক পাত্রই পায়'গো জানি অন্দরেতে ঠাঁই
সত্য প্রেমের প্রেমিক যিনি বিরহেও সফল।

🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️

(আসরের সুযোগ্য কবি
শ্রদ্ধেয়"মার্শাল ইফতেখার আহমেদ"সাহেব দীর্ঘ  
অভিমান ভুলে তার মন্তব্য কলাম খুলে দেন এবং আমার আজকের রুবাইয়ে তার মুল্যবান মতামত প্রদান করেন, তার পর্যায়ক্রমে দুটি মন্তব্যের প্রতিউত্তর দিতে গিয়েই আলহামদুলিল্লাহ তাৎক্ষণিক রুবাই দুটি পেলাম, তাই এই রুবাই দুটি আজকের আসরে প্রিয় সম্মানিত কবির উদ্দেশ্যে উৎসর্গ করছি)