১৮২.
এই জীবনে পেলাম কতোই না চাহিয়া কিছু
তবুও মন ছুটছে সদাই আকাঙ্ক্ষার'ই পিছু,
মোহমায়া অন্তর মাঝে দেয় যে কুমন্ত্রণা
স্বার্থের পিছে দৌড়িয়ে ভাই নিজ মাথাই নিচু।