১৮১.
চাইনে আমি লাল শিরাজী হোক না যতই দামী তা
নাই যদি ছুঁই তোর সে সুরা মিটাবো তার ন্যায্যতা,
প্রাণ মজিছে তাঁর প্রেমেতে তাই'তো চাইনা আর কিছু
ছাড়তে পারি মায়া সকল পাই যদি তাঁর সখ্যতা।