১৮০.
হায় ফিলিস্তিন!তোমার আত্মচিৎকারের কণ্ঠ ধ্বনি
করিছে আজ প্রকম্পিত স্বার্থান্বেষীর ধরণী,
তবু একদল পিচাশ মগ্ন নির্মমতার চাতুর্যে
মনুষ্যত্বে দিয়াছে খিল ওরা শয়তানের খনি।