১৭৯.
তোর মনে আর নাই বা ফুটুক আমার নামের ফুল
তাই বলে কি বাসতে ভালো কোরবো আমি ভুল?
যতোই দূরে যাস্ না'রে তুই এই মনেই তোর বাস
তোর সাথে আর পাইনা যে সই অন্য কারো তুল।