১৭৭.
লাথি গুঁতো খেয়ে যাদের ফিরে না'কো হুঁশ
বোলতে পারো ঐ'টা তাদের জন্মগত দোষ,
আমি কিন্তু নেই ও দলে যায় যাক মুণ্ডু'টাই
তোমরা সবেই ব্যস্ত সদা করতে ওদের খুশ।