১৭৫.
মরতেই যেনো জন্ম ওদের মুসলিম ওরা ফিলিস্তিনি
মারছে যারা নির্দয় পাষাণ মানুষ তাদের ক্যামনে চিনি?
আজকে বুঝি এই জাতের পর প্রভুর কেনো লানত এত
শোন'রে বে-দিন তোর এ জুলুম সইবেনা যে স্বয়ং তিঁনি।